২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে পানির ঢলে ভেসে যাওয়া মা-মেয়ের লাশ উদ্ধার

বান্দরবান রোয়াংছড়িতে ঝিরি পারাপারের সময় পাহাড়ি পানির ঢলে ভেসে যাওয়া মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকালে রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, গতকাল বিকালে মা ও মেয়ে জুমের কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। এসময় তুইচাখাল পাড় হতে গিয়ে পাহাড় থেকে নেমে আসা ঢলে পানিতে মা ও মেয়ে ভেসে যায়। খবর পেয়ে বিকালে তুইচা খাল মানু খেয়াংকে (১৬) লাশ উদ্ধার করে স্থানীয়রা। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে খোজাখুজি পর
তৈছা খাল থেকে মা মাহ্লা খেয়াং (৪২) কে উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী।

সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গতকাল বিকালে মেয়ে লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ মাকে আজ সকালে তৈছা খাল থেকে মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন