২৯ অক্টোবর ২০২৫

বান্দরবানে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযানে দেশীয় তৈরি বন্দুকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকার একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাইশারী ইউনিনের ৪ নং ওয়ার্ড তিতার এলাকায় রাস্তার উপর তাকে আটক করা হয়।

আটককৃত যুবক লামা উপজেলার ফাসিয়খালী ইউনিয়নের সাপের গাড়া গ্রামের বাসিন্দা প্রমাংরী মার্মার ছেলে উচপ্রু মার্মা (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বাইশারী পুলিশ। এসময় রাস্তার ওপর মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে বস্তার ভেতর লুকিয়ে রাখা অবস্থায় এক নলা বন্দুকসহ অংচাপ্রুকে আটক করতে সক্ষম হয়। তবে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি কালে আরো ২ যুবক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা বলেন, অস্ত্রসহ এক উপজাতীয় যুবক আটক হয়েছে। যাচাই বাছাই করে আসল রহস্য খুজে বের করার চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন