৩০ অক্টোবর ২০২৫

বান্দরবানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে সদর উপজেলায় বাড়িতে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ের মো. ফরহাদ উদ্দীন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি স-মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফরহাদ উদ্দীন  বান্দরবান সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি মূখ পাড়ার আমান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে ভিকটিমের স্বামী থানায় এসে ধর্ষণের অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর লেমুঝিড়ি স-মিল থেকে ওই যুবকে গ্রেফতার করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, ধর্ষণের অভিযোগে মো. ফারহাদ উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধের আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ মে (শনিবার) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লেমুঝিরি মূখ পাড়ায় এক নারীকে ধর্ষণ করা হয়। সোমবার (১৬ মে) দুপুরে বান্দরবান সদর থানায় অভিযুক্ত ফরহাদ উদ্দিন চৌধুরী’র ধর্ষনের বিরুদ্ধে ভিকটিমের স্বামী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন