২৩ অক্টোবর ২০২৫

বান্দরবানে ফসলি জমির মাটি কাটার দায়ের ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুয়ালক ইউনিয়নের গনেশ পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা।

তিনি বলেন, জমি থেকে মাটি কাটা দায়ের ইটভাটা মালিক বাবলু নামে এক ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এই মোবাইল কোর্ট এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সদর থানা এস আই মো. আহসান, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমাসহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন