বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাছ বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাছ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান শহর মাছ বাজারে এই ঘটনাট ঘটে।
জানা গেছে, গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বান্দরবাসী গ্রুপ’-এ ‘চিংড়ী মাছে জেল মিশ্রণ’ সংক্রান্ত ২টি পোস্ট আপলোড করা হয়। এতে মাছ ব্যবসায়ী শুক্কুরকে সন্দেহ করা হলে তিনি অস্বীকার করেন। এক পর্যায় কথা কাটাকাটি হলে মাছ ব্যবসায়ী দুলাল ও শুক্কুরের মধ্যে হাতাহাতি শুরু হলে দুই পক্ষের লোকজরেন মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষকে থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী সমিতির সেক্রেটারি গুরুতর আহত হন। পরে সদর থানার আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতে নিয়ন্ত্রণে এনে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠায়।
মাছ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রফিক জানান, মাছ বাজারে সকালে কয়েকজন ব্যবসায়ী হাতাহাতি করতে দেখলে আমি তাদের থামাতে গেলে আমার ঠোট ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আমি হাসপাতালে চিকিৎসা জন্য চলে আসি।
বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে আফসার ও শুক্কুরের অবস্থা গুরুতর। বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে।
বান্দরবান সদর থানা এসআই মিঠুন জানান, ঘটনাটি শোনার সাথে সাথে ফোর্সদের নিয়ে বাজারে গেলে সেইখানে দুইপক্ষে সংঘর্ষে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, চিকিৎসার জন্য উভয় পক্ষকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে। দু’পক্ষের যদি কোন অভিযোগ থাকে তাহলে থানায় এসে অভিযোগ করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে বান্দরবাসী ফেইজে ‘চিংড়ী মাছে জেল মিশ্রণ’ সংক্রান্ত ২টি পোস্ট আপলোড করা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে গেলে এতে ক্ষিপ্ত হন মাছ বাজারে ব্যবসায়ীরা। পরে ঘটনাটি কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষ ঘটে।













