২৮ অক্টোবর ২০২৫

বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে মো. সালাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বাইশারী ইউনিয়নের চাইল্যাতলি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সালাম উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাইল্যাতলি এলাকার মৃত আমির হামজা ছেলে।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় রাবার বাগানের শ্রমিকরা আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।

আরও পড়ুন