১১ নভেম্বর ২০২৫

বান্দরবানে বিদেশি মদসহ যুবক ধরা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মো. আবদুল্লাহ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথ থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উখিয়া উপজেলার বটতলী গ্রামের বাসিন্দা

পুলিশ জানায়, ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আব্দুল্লাহ নামে এক যুবকের কাছ থেকে ২৪টি বোটল বিদেশি মদ উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ