২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে বিদেশি সিগারেটসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষংছড়িতে অভিযান চালিয়ে বিদেশি সিগেরেটসহ মো. ইমরান (১৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত ইমরান উখিয়া কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পের মোস্তাফা কামালের ছেলে।

শনিবার (২৩ জুলাই) ধুমধুম সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম অভিযান শুরু করে। পরে ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারকারী রোহিঙ্গা কাছ থেকে ১ হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার হয়।

তিনি আরো জানান, আটককৃত বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন