বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি সিগারেটসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ নভেম্বর) বিকালে ঘুমধুম ইউনিয়নের বড়বিল-মগঘাট মোড়ের পাকা রাস্তার উপর তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আলম (২৯) ও আহাম্মদ (১৭)। তারা দুজনই ঘুমধুম বড়বিল এলাকার বাসিন্দা। অপর জন আফসার উদ্দিন (২১)। সে রামু থানার ছাদির কাটা এলাকার আবুল বশরের ছেলে।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি নাম্বার বিহীন সিএনজি গাড়ি তল্লাশি করে চালানো হয়। এসময় ৫০ বক্স (৫০০ প্যাকেট) বিদেশি সিগারেটসহ তিন পাচারকারীকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) টানটুসাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।