২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে বিলুপ্তপ্রায় কোটি টাকার ‘হাঁস পা তক্ষক’ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে বিলুপ্ত প্রজাতির ‘হাঁস পা তক্ষক’ পাচারকালে দুজনকে আটক করেছে দুই আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ইসলামপুর লাঙ্গি পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিলুপ্ত প্রজাতির হাঁস পা তক্ষক উদ্ধার করা হয়। যার বাজারের মূল্য কয়েক কোটি টাকা বলে জানা যায়।

আটককৃতরা হলেন, খাগড়াছড়ির বাবু মারমা ও রাঙামাটির জনি চাকমা।

আর্মড পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে উদ্ধারকৃত তক্ষকটি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে লাঙ্গি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষকটি উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। তক্ষকটির বাজার মূল্য এক কোটি টাকা ধারণা করা হচ্ছে।

বান্দরবান ২ আর্মড ব্যাটালিয়ান অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে থানায় হস্থান্তর করা হবে।

আরও পড়ুন