২৫ অক্টোবর ২০২৫

বান্দরবানে বেইলি ব্রিজে বাসের ধাক্কা, প্রাণ গেলো হেলপারের

বান্দরবান প্রতিনিধি »

রাঙামাটি থেকে বান্দরবানে আসার পথে পর্যটকবাহী বাস বেইলি ব্রিজে ধাক্কা লেগে মো. মোজ্জাফর নামে এক হেলপারে দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে ওই হেলপারের মৃত্যু হয় ।

শুক্রবার রাতে বান্দরবান কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এই দুর্ঘটনাটি হয়। নিহত মোজ্জাফর ইসলাম, সে নওগাঁ জেলার শিগরামপুর বাসিন্দা।

বাসে থাকা পর্যটকরা জানান, রাঙামাটিতে বেড়ানো শেষে বান্দরবানের শহরে দিকে ফিরছিলেন বাসটি। গলাচিপা নামক স্টিল ব্রিজের কাছে আসলে অপর দিক থেকে আসা একটি সিএনজি এবং একটি মোটরসাইকেল ব্রিজের ওপর উঠে যায়। পরে গাড়ির গতি বেশি থাকার কারণে মোড়ে ঘুরার সময় বেইলি ব্রিজে ধাক্কা লাগে। এতে হেল্পার দরজায় পা ঝুলিয়ে বসে থাকায় ব্রিজের সঙ্গে গাড়িটি ধাক্কা লেগে হেলপারের দুটি পা কেটে পড়ে যায়।

বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উ অংছেন মারমা বলেন, হাসপাতালের নিয়ে আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর দুই পা বিছিন্ন পর বেশি রক্তক্ষরণ কারণের তার মৃত্যু হয়। লাশ বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে আছে।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) কারিমুজ্জামান বলেন, বান্দরবানের আসার পথে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। এ দুর্ঘটনায় হেল্পারে পা বিচ্ছিন হয়ে যায়, হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন