বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের সুয়ালক ইউনিয়নে সড়কের পাশে পড়ে থাকা মো. ফরিদ (৫০) নামে এক মাটি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে ৪নং সুয়ালক ইউনিয়নে ৪নং ওয়ার্ডের লামার পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন কুদ্দুছ ফিল্ড প্রবেশ মুখ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. ফরিদ ওরফে মাটি ফরিদ সাতকানিয়া উপজেলা ৩নং ওয়ার্ডে কেউচিয়া গ্রামে রশ্মিদ আহম্মেদ ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মাহিন্দ্রা চালক মো. তহিদুল ইসলাম জানান, আমি বিকাল থেকে গাছ নিয়ে অন্যস্থানে নিয়ে যাই। সেইখান থেকে এসে দেখি এলাকায় স্থানীয় মানুষজন লাশটি দেখতে জড়ো হয়েছে। লাশটি দেখার সাথে সাথে আমি ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
নিহত ব্যক্তির ভাতিজা জানান, সকালে তিনি বান্দরবানে এলাকায় ঘুরতে আসেন। সন্ধ্যায় একজন কল করে জানালে এসে দেখি রাস্তা পাশে চাচার লাশ পড়ে আছে। কে বা কারা কিলঘুষি ও মারধর করে ফেলে গেছে সেটা জানি না।
তিনি আরও জানান, তার চাচা কেউচিয়া এলাকায় বহুদিন যাবৎত ধরে মাটির ব্যবসা করতেন। তাকে এক নামে মাটি ফরিদ বলে সবাই চিনে।
৪নং সুয়ালকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান উক্যনু মারমা তথ্যটি নিশ্চি করেন বলেন, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়েছি এক ব্যক্তির লাশ রাস্তার পাশে পড়ে আছে। ইউনিয়ন নির্বাচন কারণে ব্যস্ত আছি— বলে ফোনটি কেটে দেন তিনি।
এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি। নিহত পরিবার আসলে ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।













