বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। আহত মো. আব্দুল কুদ্দুস (২৮) ছ্যাইংগা পাড়ায় মৃত কোরবান আলীর ছেলে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বান্দরবান পৌরসভা ৩ নং ওয়ার্ড কালাঘাটা নতুন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে ক্যচিংঘাটা উদ্দেশে যাচ্ছিল। ওভারট্যাকিং করতে গেলে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর আহত হন।
বান্দরবান সদর হাসপাতালে কর্মরত সহকারি সার্জন ডা. মো. ইমতিয়াউর রহমান বলেন, আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এসেছে। আহত ব্যক্তির মাথায় কুলি ও নাক ফ্রেকচার হয়ে গেছে। অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।













