৯ নভেম্বর ২০২৫

বান্দরবানে শিশুকে বলাৎকারের দায়ে কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান আলীকদমের তিন বছরের শিশুকে বলাৎকারে অপরাধে শরিফুল ইসলাম (১৮) নামের এক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া তাকে ৫০ হাজার এক টাকা অর্থদণ্ড ও অনাদায়ের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমাবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. সাইফুল রহমান সিদ্দিক এ রায় ঘোষণা দেন। সে আলীকদম উপজেলার ৬নং চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়া গ্রামে নুরুল ইসলাম ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার সময় শিশুটিকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে শরিফুল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটিকে না পেয়ে তার মা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে নির্মাণাধীন ভবন থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে যায় তার মা। শিশুটির মায়ের উপস্থিতি দেখে দৌঁড়ে পালিয়ে যায় শরিফুল। পরে কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। মা বাড়ি এসে স্বামীকে জানান। পরে একই বছরের ৩ সেপ্টেম্বর শরিফুল বাড়িতে ফিরলে ৪ সেপ্টেম্বর ভোর রাতে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক থানায় সোপর্দ করেন। একই দিনে শরিফুলকে একমাত্র আসামি করে আলীকদম থানায় মামলা দায়ের করেন শিশুটির অভিভাবক।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৪ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো: আমিনুল আসামির বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেন আদালতে।

রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিংথুয়াই মার্মা বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুষ্ঠুভাবে প্রমাণিত হয়েছে আসামি শিশুটিকে বলাৎকার করেছে। আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং ৫০ হাজার এক টাকা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে আমরা সমাজের কাছে পৌঁছে দিতে চাই ধর্ষণকারী, নারী ও শিশু নির্যাতকারীদের সমাজে কোনো স্থান নেই।

সংশ্লিষ্ট সংবাদ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ