বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ২শ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরের সোনাইছড়ি ইউনিয়নের রেজু হেডম্যান পাড়া এলাকায় পামওয়েল বাগান থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। যার বাজারের মূল্য সাড়ে ৯ লাখ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে পাহাড়ি জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮টি বস্তায় ৩ হাজার ২শ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, অভিযান চালিয়ে বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













