২৩ অক্টোবর ২০২৫

বান্দরবানে সিএনজি-মোটর সাইকেল সংঘর্ষ, আহত ৬

পার্বত্য জেলা বান্দরবানে একটি সিএনজি চালিত অটোরিকসার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সুয়ালক ইউনিয়নের লম্বা রাস্তা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- রেইছা গোয়ালিয়া খোলা বাসিন্দা ইসফাদ (১৬), রেফার নাহিম (১৭), আনিছ(১৭) এবং কাচতলী ও বাজালিয়া বাসিন্দা শফিকুল (৩২), রিফাত (২৩) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) ।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে কেরানীহাট থেকে বান্দরবান উদ্দেশ্য যাচ্ছিলেন সিএনজি, অপর দিকে তিনজন মোটর বাইক আরোহী বাজালিয়া উদ্দেশ্য গেলে লম্বা রাস্তার নামক স্থানে সিএনজি ও মোটর বাইক সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন ৬জন। ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা । পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

বান্দরবান সদর হাসপাতালে ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. বোরহান উদ্দিন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করার হয়েছে। অনান্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন