বান্দরবান প্রতিনিধি »
‘প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন, মূলহোতা ইমরান’— শিরোনামে অনলাইন নিউজপোর্টাল ‘বাংলাধারা’য় সংবাদ প্রকাশের পর নজরে আসলেই বান্দরবানের অবৈধ বালুর তোলার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রশাসন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চড়ুই পাড়া এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশ্মিদ ও মেহেদী হাসান শাহনেওয়াজ।
এসময় দেখা গেছে, এলাকার বিশাল এলাকাজুড়ে মজুদ রাখা ৩ হাজার ৬শ ঘনফুট অবৈধ বালু। অভিযান টের পেয়ে ঘটনার স্থল থেকে এ কাজে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে সম্ভব হয়নি।

এদিকে জেলা পরিবেশ অধিদপ্তর দেওয়ার তথ্যনুযায়ী, চলতি বছরে সরেজমিনে গিয়ে অবৈধ বালুর উত্তোলন সত্যতা পাওয়ায় ইমরান নামের ওই ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে ৬ লাখ টাকা জরিমানা প্রদান করেছে। বিভাগীয় নির্দেশনায় ইমরানসহ জড়িত কয়েকজনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলার দায়ে হয়েছে। সেটি কয়েকদিন মধ্যে কার্যকর হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে বান্দরবান নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশ্মিদ বলেন, ‘বাংলাধারা’র জেলা প্রতিনিধি সংবাদ প্রকাশের পর পরিদর্শনে গিয়ে অবৈধ বালু উত্তোলনের ব্যবহার কাজে সরঞ্জামাদি ধ্বংস করেছি। এবং নদীর কিনারে তোলা মজুদকৃত বালিগুলো জব্দ করা হয়েছে। তবে ইমরানসহ সংঘবদ্ধ চক্র ঘটনাস্থলের পাওয়া না গেলেও তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এ ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।













