বান্দরবান প্রতিনিধি »
নানান আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে বান্দরবান সেনা জনের অন্তর্গত ৬ সিগন্যাল ব্যাটালিয়নের ১১০ ব্রিগেড সিগন্যাল কোম্পানির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে ফজরের নামাজ ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। পরে ইউনিটের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৬ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আজিজুর রহমানের (পিএসসি) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ওয়ারেন্ট অফিসার এহসানুল হক সঞ্চালনায় ডেট কমান্ডার ডিজিএফআই লে. কর্নেল গোলাম মর্তুজা (পিএসসি), ডেট কমান্ডার এএসইউ লে. কর্নেল মো. মকিম উদ্দিন (পিএসসি), জোন কমান্ডার ও অধিনায়ক ৫-ই বেঙ্গল কর্নেল মো. মঈনুল হক (এসইউপি, পিএসসি), ওসি ১৪৩ ফিল্ড ওর্য়াকশপ কো., ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স প্রতিনিধি, বান্দরবান রিজিয়নের স্টাফ অফিসারবৃন্দসহ উক্ত ইউনিটের সকল সৈনিক, পরিবার নিয়ে বসবাসরত পরিবারসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













