১০ নভেম্বর ২০২৫

বান্দরবানে ৪ উপজেলায় ফের বাড়লো পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ও পাহাড়ের যৌথ অভিযানের কারণে ফের বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞা। বান্দরবানের পর্যটন এলাকার রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচিসহ চার উপজেলায় আগামী ৮ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত মাধ্যমে গণবিজ্ঞপ্তি নোটিশ জারি করে।

নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, আলীকদম এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ আগামী ৮ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য থানছি ও আলিকদম উপজেলা এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) লুৎফুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ