৫ নভেম্বর ২০২৫

বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী মারা গেছেন

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর।।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ছয়টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

পরিবার জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে শরীরে জ্বর আসে। সকালে পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে ১৪ এপ্রিল বাদ জুমা নামাজ শেষে তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করানো হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বান্দরবান শহরের কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হবে।

প্রয়াত মেয়র মো.ইসলাম বেবী এক রাজনৈতিক জীবনে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।এছাড়াও বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১০ বছর দুটি পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগ এর সমর্থনে মেয়র পদে নির্বাচিত হন। এছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন।

এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন