২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে ভালুকের আক্রমণে জুম চাষী আহত

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের রুমা উপজেলায় জুম চাষ থেকে বাড়ি ফেরার পথে ভাল্লুকের আক্রমণে উচসিং মারমা (৩৩) নামে এক জুম চাষী গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ৯নং ওয়ার্ডের রিঝুক পাড়া বাসিন্দা।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রুমায় সদর ইউনিয়নের রিঝুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আহতের স্ত্রী ।

আহতের সহধর্মিণী মামুইং মারমা বলেন, সকালে তিনি জুমে একা কাজ করতে চলে যান।  জুমের কাজ শেষে বিকালে বাড়ির ফেরার সময় রাস্তার অর্ধেকে ভাল্লুকের আক্রমণের শিকার হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে রুমা সদর হাসপাতালের নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা জানান, দরিদ্র হওয়ায় আহতের পরিবারকে ইউপি পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন