২৪ অক্টোবর ২০২৫

বান্দরবান/ সেই ৩ উপজেলায় পর্যটক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি »

ফের বাড়িয়েছে বান্দরবানের তিন উপজেলায় পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা। বান্দরবানের পর্যটন এলাকার রুমা, রোয়াংছড়ি ও থানচিসহ তিন উপজেলায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থের আগামী ১৬ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত মাধ্যমে গণবিজ্ঞপ্তি নোটিশ জারি করা হয়। এবারসহ ৬ষ্ঠ দফায় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো

নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ১২ নভেম্বর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রে আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

মিয়ানমারের সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন ও ওই ইউনিয়ন সংলগ্ন বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গত ৯ অক্টোবর থেকে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত জঙ্গীবিরোধী অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে দফায় দফায় পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

আরও পড়ুন