১০ নভেম্বর ২০২৫

বান্দরবান ৩য় পর্যায়ের প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ২০৫টি গৃহহীন পরিবার

বান্দরবান প্রতিনিধি»

জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশ্মত বার্ষিকীর উপলক্ষে সরকার উদ্যেগে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঘর উপহার দেওয়া হয়। এতে ঘর পেয়ে অনেক দরিদ্র পরিবার স্বাচ্ছন্দ্যে জীবন ও জীবিকার বদলে দিয়েছে গৃহীনদের জীবন।

সারাদেশের বান্দরবানে জেলা প্রধানমন্ত্রী উপহারের ঘর পেয়েছে প্রায় অর্ধ্বশত মানুষ। ৭ টি উপজেলায় সুবিধা ভোগীদের পরিবারের সংখ্যা ৩ হাজার ১ শত ২৫ জন।

জানা যায়, সকালে গনভবন থেকে কনফারেন্সের সারাদেশে ন্যায় বান্দরবানেও ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে ২ শতাংশ খাস জমিসহ গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বান্দরবান জেলা প্রশাসন তথ্য মতে, গেল ২০২১ অর্থ বর্ছরে বান্দরবান জেলাতে ১ম পর্যায়ের প্রধানমন্ত্রী ঘর প্রদান করা হয় ২হাজার ১শত ৩৪টি। যার বরাদ্ধ ছিল ১ লক্ষ ৭১হাজার টাকা। ২য় পর্যায়ের ৫শত ৬৪টি ঘরের বরাদ্ধ ছিল ১ লক্ষ ৯০ হাজার ও চলমান ৩য় পর্যায়ের ২শত ৫ টি ঘরের বরাদ্ধ ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।

উপজেলার তথ্যনুযায়ী, ৭টি উপজেলার সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, রুমা, ও থানচি উপজেলার প্রধানমন্ত্রী ঘর প্রদান করা হয়। যার মধ্যে ১ম ও ২য় পর্যায়ের সদর-১০২০টি, লামা-৪২৫টি, আলীকদম-২৯০টি, নাইক্ষ্যংছড়ি -১৭৯ টি, রুমা- ২৯০টি, রোয়াংছড়ি – ২১০টি, ও থানচি উপজেলার ২৮৪টি ঘর প্রদান করা হয়। তার মধ্যে ঘরে কাজটি সম্পুর্ণ হয়ে ঘরে উঠেছেন ২ হাজার ৬শত ৪৫ টি পরিবার। পাশাপাশি ৩য় পর্যায়ের ২শতাংশ সহ ২শত ৫ টি প্রধানমন্ত্রী ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করবেন।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানিয়েছেন, ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর গুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং অনুষ্ঠানিক ভাবে ৩ টি উপজেলায় ৩য় পর্যায়ের ২শত ৫ টি ঘর হস্তান্তর করা হবে।

আরও পড়ুন