২৫ অক্টোবর ২০২৫

বান্ধবীর সঙ্গে দ্বিতীয় ইনিংসে পা ফেললেন চাহাল

বাংলাধারা স্পোর্টস »

বাগদত্তা ধনশ্রী ভার্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। নিজেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন সুখবর।

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ সেরে দেশে ফেরেন তারকা স্পিনার। তারপরই বান্ধবীর সঙ্গে দ্বিতীয় ইনিংসে পা ফেললেন।

করোনা আবহে সমস্ত কোভিড বিধি মেনে মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসেন চাহাল-ধনশ্রী। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, কোনো একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিলো। এখন থেকে অনন্ত কালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।

ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। তার নানা মজার মজার কর্মকাণ্ডের ভিডিও দেখে মাঝেমধ্যেই হাসির রোল পড়ে নেটদুনিয়ায়। তবে তাকে সমানভাবে টক্কর দেন পেশায় ইউটিউবার ধনশ্রীও।

তবে নিজের ইউটিউব চ্যানেলে ধনশ্রী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি একজন ডক্টর, কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ধনশ্রী ভার্মা কোম্পানির প্রতিষ্ঠাতাও।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন