বাংলাধারা প্রতিবেদক »
আমদানি-রপ্তানি পণ্য পরিবহন খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি নির্বাচিত হয়েছেন কবির আহমেদ। আগামী দুই বছর তিনি এই সংগঠনে নেতৃত্ব দেবেন।
শনিবার (১ জানুয়ারি) নবনির্বাচিত পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে জেষ্ঠ্য সহ-সভাপতি হয়েছেন আমিরুল ইসলাম চৌধুরী। দুইজন সহ-সভাপতি হলেন— নুরুল আমিন ও খায়রুল আলম সুজন। পরিচালক হিসেবে রয়েছেন ১৫ জন।
নির্বাচিত ১৫ জন পরিচালক হলেন— নাসির আহমেদ খান, আকতার কামাল চৌধুরী, জাহিদ হোসেন, মো. খোরশেদ আলম, মো. কামরুজ্জামান ইবনে আমিন, মো. আলমগীর হোসেন, এস এম মাহবুবুর রহমান, জান্নাতুল ফেরদাউস আকবর, মাজাহার হোসেন, এ কে এম ফজলুল হক, দোলন বড়ুয়া, কাজী মো. মাহফুজুর রহমান, মোহাম্মদ জহির আহমেদ সরকার, মোহাম্মদ শাহ আলম ও সুমন হাওলাদার।
এর আগে গত ৩০ ডিসেম্বর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পরিচালক পদে সম্মিলিত ফোরাম পুরো প্যানেলে জয়লাভ করে। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন নবনির্বাচিত সভাপতি কবির আহমেদ। অন্যদিকে নির্বাচনে সম্মিলিত পরিষদের ভরাডুবি হয়। পরিষদ একটি পদেও জয়লাভ করতে পারেনি। সম্মিলিত পরিষদে নেতৃত্বে ছিলেন এ বি এম রফিকুজ্জামান।
বাফা’র নতুন সভাপতি কবির আহমেদ বলেন, ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানগুলোকে সেবা শিল্প হিসেবে স্বীকৃতি আদায়ে কাজ করব। এছাড়া বিমানবন্দরে পণ্য রাখার সুবিধা বাড়ানো, কাস্টমস এ লাইসেন্স নিয়ে বিরাজমান সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে চেষ্টা করব।
উল্লেখ্য, আমদানি–রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন হলো বাফা। বিশেষ করে রপ্তানিকারকদের হাত থেকে ডিপোতে রপ্তানি পণ্য বুঝে নিয়ে বিদেশি ক্রেতাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।













