৩০ অক্টোবর ২০২৫

বাফুফে নির্বাচন ২০ এপ্রিল

বাংলাধারা প্রতিবেদন »

আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। মতিঝিলস্থ বাফুফে ভবনে হবে এ নির্বাচন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কার্যনির্বাহী কমিটির ১৮ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া।

নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দিন। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন মাহফুজুর রহমান সিদ্দিকী, মোতাহার হোসেন সাজু।

বাফুফের নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও একই কমিটির সহ-সভাপতি বাদল রায়। এর আগে তরফদার রুহুল আমিন সভাপতি পদে নির্বাচন করার কথা জানালেও পরে সরে দাঁড়ান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন