বাংলাধারা ডেস্ক »
বাফুফের আসন্ন নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এবার ২১টি পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন ৪৯জন প্রার্থী। এদিকে, এবারের নির্বাচনে ২১টি পদের জন্য প্রার্থী দিয়েছে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ।
মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে সকাল থেকেই জমজমাট বাফুফে ভবন। একের পর এক প্রার্থীর আনাগোনায় সরগরম হয়ে ওঠে চারপাশ।
এবারের নির্বাচনে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করবেন ২১ জন। সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শেদী, সহ সভাপতি পদে পুরোনোদের মধ্যে আছেন কাজী নাবিল আহমেদ। সদস্য পদ থেকে এবার উন্নীত হয়ে সালাউদ্দিনের প্যানেলে সহ সভাপতি পদে নির্বাচন করবেন আমিরুল ইসলাম বাবু।
সালাম মুর্শেদী বলেন, ‘সবসময় গণতান্ত্রিক লড়াই থাকবে। এ লড়াইয়ে জয়ের আনন্দ আছে। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে এ প্যানেলে লড়বো আমরা।’
তার সঙ্গে আছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভুঁইয়া মানিক। বাদ পড়েছেন আগের মেয়াদে সালাউদ্দিনের প্যানেলের হয়ে নির্বাচন করা মহিউদ্দিন আহমেদ মহি ও বাদল রায়।
বাংলাধারা/এফএস/ইরা













