২৪ অক্টোবর ২০২৫

বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় সম্পাদক নুরুল ইসলাম

কক্সবাজার প্রতিনিধি»

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও  দৈনিক কক্সবাজার’ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার শহরের বৈল্লাপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশের চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বাবা আশরাফ মিয়া ও মা খুইল্যা বিবির কবরের পাশে কক্সবাজারের খ্যাতিমান এ মানুষটিকে সমাহিত করা হয়। এর আগে বেলা ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানায় শোকার্ত জনতার ঢল নামে।

জানাজাপূর্ব  বক্তব্য রাখেন  আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি প্রমূখ। এরপর মরহুম মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিত ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  জানাজায়  ইমামতি করেন কক্সবাজার বায়তুশ শরফের শিক্ষক মাওলানা মুহাম্মদ শফি।

পরিবারের পক্ষে সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের মেঝ সন্তান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বক্তব্য রাখেন। দাফন শেষে কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলসহ অন্যরা মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮ টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগে ৯১ বছর বয়সে মারা যান । একইদিন রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম কাতালগঞ্জ জামে মসজিদে মাঠ প্রাঙ্গনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী,  তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন নুরুল ইসলাম।

ত্রিশ দশকে জন্ম নেয়া নুরুল ইসলাম চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক পাসের পর জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৬৪ সালে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদিয়ে  কক্সবাজার মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক তিনি। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহন এবং কক্সবাজার মহকুমা সংগ্রাম পরিষদের প্রতিনিধি হিসেবে চকরিয়ায় সংগ্রাম পরিষদ গঠন করেন । মুক্তিযোদ্ধাদের সংগঠতি করে বিভ্ন্নি ক্যাম্পে ট্রেনিংয়ে পাঠান। রাজাকার আলবদরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন।

স্বাধীনতার পর কক্সবাজার মহকুমা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য নির্বাচিত হন। বাকশাল গঠিত হলে কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৩ বছর জেলা আওয়ামীলীগের  সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা নুরুল ইসলাম শেখ হাসিনাকে কারামুক্ত করতে কক্সবাজার জেলায় গনস্বাক্ষর সংগ্রহ করেন। তিনি দীর্ঘদিন পেকুয়া উপজেলার বৃহত্তর মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং প্রিয়ভাজন কর্মী নুরুল ইসলাম কক্সবাজার জেলা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক কক্সবাজার এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত কক্সবাজারের প্রথম দৈনিক ‘দৈনিক কক্সাবাজার’ পত্রিকার সম্পাদক। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন