বাংলাধারা প্রতিবেদন »
পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় রুবেল হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড পেইজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করে রুবেল নিজেই। সাথে সাথে তিনি দোয়া চান দেশবাশীর কাছে।
রুবেল তার ফেসবুক পেইজে লেখেন, আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু’য়া করবেন।’
প্রসঙ্গত, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ আলোচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। ২০১৪ সালর ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলাও করেছিলেন। আর এই কারণে দুদিন কারাগারেও থাকতে হয়েছিল তাঁকে।
পরে জামিনে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান রুবেল। এরপর হঠাৎ করে ২০১৬ সালে অগোচরে হঠাৎ করে বিয়ে করেন রুবেল। অবশ্য সে সময় তাকে সামনে নিয়ে আসেননি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম
				












