দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর প্রকাশক আয়ান শর্মার পিতা ডা. বেণী মাধব শর্মা প্রয়াত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর প্রকাশক আয়ান শর্মার পিতা ডা. বেণী মাধব শর্মা আর নেই। সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. বেণী মাধব শর্মা একজন শিক্ষানুরাগী ও দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার রেববি মহাজনের বড় সন্তান হিসেবে তিনি এলাকায় পরিচিত মুখ ছিলেন। জীবদ্দশায় তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
তার মৃত্যুতে পরিবার-পরিজন ছাড়াও শোকাহত হয়ে পড়েছে পরিচিতজন ও চট্টগ্রামের সংবাদমাধ্যম অঙ্গন। বিশেষ করে আয়ান শর্মা পরিচালিত সংবাদমাধ্যম চট্টগ্রাম প্রতিদিন-এ শোকের ছায়া নেমে এসেছে।
আয়ান শর্মার বাবার পরলোক গমনে বাংলাধারা পরিবার শোকাহত।
বাংলাধারা/এফইএমএফ