৩০ অক্টোবর ২০২৫

বায়তুল মোকাররমে একে একে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার একে একে ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টায়। ১০ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয় ঈদের দুই রাকাত নামাজ। এরপর হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় সকাল ৭টা ২৫ মিনিটে।

নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ খাদেম আব্দুল হাদী।

প্রথম জামাত শেষ হলে সকাল ৮টায় ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত শুরু হয়। নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

নামাজ শেষে হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে।

দ্বিতীয় জামাত শেষ হলে সকাল ৯টায় ঈদুল ফিতরের তৃতীয় জামাত শুরু হয়। নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

নামাজ শেষে হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় সকাল ৯টা ২৫ মিনিটের দিকে।

তৃতীয় জামাত শেষ হলে সকাল ১০টায় ঈদুল আযহার চতুর্থ জামাত শুরু হয়। নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

নামাজ শেষে হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় সকাল ১০টা ২০ মিনিটের দিকে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সর্বশেষ পঞ্চম ও শেষ জামাত শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে। নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির ছিলেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

নামাজ শেষে হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় বেলা ১১টার পর।

আরও পড়ুন