১৭ ডিসেম্বর ২০২৫

বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বালুচড়া এলাকায় রাজা মিয়া কমিশনারের বাড়ি সংলগ্ন একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মো. শাহেদ (৩০)। শাহেদ ওই এলাকার কবির আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শাহেদ। আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ