২৭ অক্টোবর ২০২৫

বায়েজিদে হেলে পড়লো ৪তলা ভবন, সরানো হলো বাসিন্দাদের

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন রউফাবাদ এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘিরে রাখে। পরে ওই ভবনসহ পাশের তিনটি ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা জালাল আহমেদ জানান, রউফাবাদ আবাসিক এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। এরপর বিপদজ্জনক অবস্থা দেখে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে হেলে পড়া ভবনসহ পাশের তিনটি ভবনের সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হেলে পড়া ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভবনটির ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে— তা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্রকৌশলীরা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে মতামত জানাবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ