চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার একটি বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৫ তারিখ ভোর ৩টা ৪৫ মিনিটে, বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চা বোর্ডের বিপরীতের নির্জন স্থানে অভিযান চালিয়ে আসামি ১। মোঃ জীবন (২২), ২। মোঃ আলাউদ্দিন (৩৩), ৩। মোঃ হাসান (২১), ৪। মোঃ রাফসান আহম্মদ ওরফে বুলবুল (২০) এবং ৫। মোঃ সেলিম (২২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সেভেন গিয়ার ছোরা, আরও তিনটি বিভিন্ন ধরনের ছোরা, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ছোরা, চারটি লোহার রড এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র এবং অর্থ লুট করত। তারা পেশাদার ছিনতাইকারী এবং সক্রিয় একটি ছিনতাইকারী দলের সদস্য।
ঘটনার পরিপ্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা নং-২৬, তারিখ ২৪ জানুয়ারি ২০২৫ রুজু করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।













