আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে বায়েজিদ বোস্তামী থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন থানা যুবদলের সাবেক আহবায়ক অরুপ বড়ুয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল এবং প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান রানা।
প্রধান অতিথি জিল্লুর রহমান জুয়েল তাঁর বক্তব্যে বলেন,
“সবাইকে মনে রাখতে হবে বিএনপি গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। ফ্যাসিবাদের পতন ঘটলেও ষড়যন্ত্র থেমে নেই। তাই তৃণমূল জাতীয়তাবাদী শক্তিকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রধান বক্তা জাহাঙ্গীর আলম বাবু বলেন,
“গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনো চলমান। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন। তাঁর সুযোগ্য নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে।”
সভায় থানা ও ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, সদস্য এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













