২৬ অক্টোবর ২০২৫

বাশঁখালীতে ইসলামী ব্যাংক গুনাগরী শাখার ইফতার ও দোয়া মাহফিল

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গুনাগরী শাখার উদ্যোগে ‌‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার গুনাগরী ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ইসলামী ব্যাংক গুনাগরী শাখা এফএভিপি ও শাখা প্রধান মুহিববুল হকের সভাপতিত্বে ব্যাংক শাখার আইবিবিএল অফিসার মুহাম্মদ এহছানুল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহদ্দারহাট শাখার এসএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুল আজিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আ.ন.ম শাহাদাত আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলদী হোসানিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম।

এসময় বাঁশখালীর স্বনামধন্য ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবী, ব্যাংক শাখার কর্মকর্তা- কর্মচারী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতির বক্তব্যে এফএভিপি ও শাখা প্রধান মুহিববুল হক বলেন, ইসলামী ব্যাংক শরীয়াহ ভিত্তিক পরিচালিত একটি ব্যাংক। দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রায় চার দশক পার হয়েছে। এই সময়ে দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী ব্যাংক। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়ও শামিল হয়েছে। দেশে আজ পর্যন্ত এই ব্যাংক সুদমুক্ত থেকে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করুন এবং লেনদেন করুন।

আরও পড়ুন