বাংলাধারা ডেস্ক »
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই পরিবারের আরও তিনজন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা চিরিরন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তম (৩৫), তার স্ত্রী পল্লবী (৩২), তাদের ছেলে অর্ণব (৭) ও পল্লবীর ভাগনে অপূর্ব (১০)। এ ঘটনায় আহতরা হলেন- পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), পল্লবীর দুই ভাই শঙ্কর (৩০) ও পলাশ (৩৫)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পল্লবীরা পরিবারের সবাই অটোরিকশায় করে নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে উচিতপুর নামক স্থানে পেছন থেকে একটি বাস তাদের অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।













