বাংলাধারা ডেস্ক »
বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত ও এক শিশু আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাসের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল এ তথ্য দিয়েছেন।
নিহতদের মধ্যে দুজন হলেন- অটোরিকশা চালক হযরত আলী (৩৫) ও যাত্রী বাদশা মিয়া (২৫)। তাৎক্ষণিকভাবে অপর হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাইবান্ধা ছেড়ে আসা ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাস বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই বাদশা মিয়াসহ তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক চালক হযরত আলীকেও মৃত ঘোষণা করেন। আহত নয় বছরের মেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়ে ফেলেন।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল জানান, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চার জন নিহত ও একজন আহত হয়েছেন। বাসে কেউ আগুন দেয়নি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে সঠিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। সূত্র : বাংলাট্রিবিউন