৪ নভেম্বর ২০২৫

বাসের ধাক্কায় প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

হাটহাজারী প্রতিনিধি »

সড়ক দুর্ঘটনায় হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাকিয়াতুল কাউছার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশন এলাকার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে ৮নং সিটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা শিক্ষক সমিতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আফসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গল সকালে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসার সময় গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় ৮নং সিটি বাসের ধাক্ষায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন