চবি প্রতিনিধি »
ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার পথে বাসে এক যাত্রী কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত যাত্রী জামাল উদ্দিনকে (৩৫) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
হাটাহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা এ আদেশ দেন।
তিনি বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত জামালকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে ঘটনাটি ঘটলে শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন। তিনি পেশায় একজন শিক্ষক। বাবার নাম আব্দুল বারী ওয়াদুদ। বাড়ি সুনামগঞ্জের ছাতক।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার জন্য এক নম্বর গেটে একটি বাসে উঠি। ওই ব্যক্তি আমার পেছনের সিটে বসেন। বেশ কয়েকবার সিটের নিচে দিয়ে আমার গায়ে স্পর্শ করলে আমি প্রতিবাদ করি।
এরপর ওই ব্যক্তি বলেন ‘মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি’। এরপর বাসের অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে তুলে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অপরাধ খতিয়ে দেখবে।
এর আগে গত ২৭ নভেম্বর ও ৮ ডিসেম্বর চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ৮ ডিসেম্বরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের কারাদন্ড দেয়।
বাংলাধারা/এফএস/টিএম/ইই













