চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম খলিল প্রকাশ রাজু (২৪) নামে আরও এক বাসের হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) দুপুর দুইটার দিকে অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইব্রাহিম খলিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার শান্তিপুর মজুমদার বাড়ীর মো. আব্দুল জলিলের ছেলে।
এর আগে গত রোববার (১৯ জুন) দুপুর পৌনে একটার দিকে অক্সিজেন কেডিএসএস গার্মেন্টসের বিপরীতে রেলবিটের পাশে রাস্তায় বাসে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এর আগে বাস চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিম খলিল প্রকাশ রাজুকে অক্সিজেন এলাকা থেকে গ্রেফতার করা হয়।













