চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মজ্জ্যারটেক এলাকার শাহ আমানত সেতু সংলগ্ন চেকপোস্টে পুলিশের তল্লাশিতে স্বর্ণসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো— অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)। আটকরা কক্সবাজার এলাকার স্থানীয় বাসিন্দা।
তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) শরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শাহ আমানত সেতু সংলগ্ন মজ্জ্যারটেক পুলিশের চেকপোস্টে তল্লাশি বসিয়ে ‘মারছা’ পরিবহনের একটি বাস থেকে তাদের ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের মধ্যে জুলি ও গীতা ধরের কোমড়ে পেচানো অবস্থায় ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তারা বাসযোগে স্বর্ণগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।’
উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানান তিনি।