বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রাম রেল স্টেশনে টিকিট থাকার পরও কামরায় ওঠার সময় এক সেনাসদস্যর কাছে অতিরিক্ত টাকা দাবি করে আরএনবি’র সদস্য। এ ঘটনায় আরএনবির ৩ সদস্যকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নারায়নগঞ্জ জেলার নারায়নগঞ্জ থানার খর্দ্দঘোষ পাড়া এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মো. মাইন হাছান রাকিব (২৩), রাঙ্গামাটি জেলার কাউখালী থানার নাভাঙ্গা এলাকার মনকুমার চাকমার ছেলে রিটন চাকমা (২৪), পটুয়াখালী জেলার দুমকি থানার রাজাখালী এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম (৩০)।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এই তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গত ৮ আগস্ট একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চট্টগ্রাম থেকে মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত দশটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনে তার নির্দিষ্ট বগিতে উঠতে যাওয়ার সময় রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত কয়েকজন আরএনবি সদস্য তাকে ট্রেনের সামনের ৩টি বগির যেকোনও একটিতে যেতে বলে। এই বগিতে উঠতে হলে তাদেরকে ৩শ টাকা দিতে হবে বলে জানায়। টাকা না দিলে ওই বগিতে ওঠা যাবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
তিনি বলেন, কথাবার্তার একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওই সদস্যকে আরএনবির সদস্যরা অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ ব্যাপক গালমন্দ করে। উক্ত ঘটনাটি আব্বাসউদ্দীন নামে একজন তার মোবাইলে ধারন করে।
তিনি আরও বলেন, গত ২৪ আগস্ট ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব-৭।
পরবর্তীতে আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেনাসদস্যকে অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ গালমন্দ করার কথা স্বীকার করে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/এসআরটি













