২৬ অক্টোবর ২০২৫

বাড়তি দামে ওষুধ বিক্রি করায় নগরীর বেশকিছু ফার্মেসীকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর চকবাজার, বায়েজিদ ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বাড়তি দামে ওষুধ বিক্রি করায় বেশ কিছু ফার্মেসী মালিককে জরিমানা করা হয়।

সোমবার (৮ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল্লাহ, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নগরের মোহাম্মদপুর এলাকার পপুলার ফার্মেসি ২০০ টাকার ওষুধ ৬০০ টাকা বিক্রি করার অভিযোগে ২০ হাজার টাকার জরিমানা করা হয়। বা‌য়ে‌জিদ থানার আল মাশা‌ফি ফা‌র্মেসি‌কে ১২০ টাকার ওষুধ ১৮০ টাকায় বিক্রি করায় ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই এলাকার বিস‌মিল্লাহ্ ফা‌র্মেসি‌কে ২২০ টাকার স্যাভলন ৫০০ টাকায় বিক্রি করায় ১০ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, চকবাজার এলাকার কর্ণফুলী ফার্মেসিকে বে‌শি দা‌মে বিক্রির উ‌দ্দে‌শ্যে প্যারা‌সিটামল ও হে‌ক্সিসল সংরক্ষণ এবং উৎপাদন মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জ‌রিমানাসহ মেয়াদবিহীন ওষুধ ধ্বংস করা হয়।

এ ছাড়া নিত্যপণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় অ‌ক্সি‌জেন মোড় বাজা‌রের হাজি ‌সিরাজ স্টোরকে ৫ হাজার এবং জাহাঙ্গীর স্টোর‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। পাঁচলাইশ থানা মো‌ড়ের জহির ফল বিতানকে নকল চে‌রি বিক্রি করায় ৫ হাজার টাকা জ‌রিমানাসহ নকল চেরি ধ্বংস করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন