বাংলাধারা প্রতিবেদন »
বাড়তি দামে মাস্ক বিক্রি করায় নগরীর ৩ ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১১ মার্চ) এপিবিএন ৯ এর সহযোগিতায় পরিচালিত নিয়মিত বাজার তদারকি অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যা, সহকারী পরিচালক নাসরিন আক্তার, পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
ভোক্তা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বেবি সুপার মার্কেট এলাকার ইউনিক ফার্মেসিকে বেশি দামে ফেইস মাস্ক বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ১০ হাজার টাকা, পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের জনসেবা ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পূর্ব গেট এলাকার সবুজ ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













