৬ নভেম্বর ২০২৫

বায়তুশ শরফের ইছালে সাওয়াব মাহফিল, আখেরি মোনাজাতে লাখো মানুষের প্রার্থনা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাহফিলস্থলে এসে পৌঁছায়। বিকেল ৩ টার দিকে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ.)।

এ সময় বায়তুশ শরফ ময়দান থেকে ভেসে আসতে থাকে আমিন আমিন ধ্বনি। বায়তুশ শরফ ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকাও আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো। বিশাল প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের ভবন, ঘরবাড়ি ও রাস্তাঘাটে মানুষ আর মানুষ। বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন স্থানের মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয় এই এলাকা। মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লীরা মহান আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে নিজ নিজ গুণাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

আখেরি মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম- ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হলেন আমিনুল ইসলাম আমিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

উল্লেখ্য, বড়পীর গাউছুল আযম হযরত মহিউদ্দন আবদুল কাদের জিলানী (রা:) এর স্মরণে বায়তুশ শরফের প্রাণপুরুষ কুতুবুল আলম শাহসুফী হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহঃ) প্রায় সাত দশক পূর্বে কুমিরাঘোনায় এই মাহফিলের প্রবর্তন করেন।

১৯৭১ সালে তাঁর ইন্তেকালের পর বায়তুশ শরফের প্রধান রূপকার হাদিয়ে যামান শাহ্সুফী মাওলানা আবদুল জব্বার (রাহ:) এর হাতে এই ইছালে সাওয়াব মাহফিলের সুমাম-সুখ্যাতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়ে। ১৯৯৮ সালে ইন্তেকালের পর তাঁর ছায়াসাথী বাহারুল উলুম, বায়তুশ শরফের মরহুম পীর সাহেব শাহসুফি মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (রাহ:) এর তত্বাবধানে মাহফিলটি পরিচালিত হয়।

২০২০ সালে তাঁর ইন্তেকালের পর বায়তুশ শরফের বর্তমান রাহবার, বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী ম.জি.আ এর পরিচালনায় ২০২১ ইং হতে মাহফিলটি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ