বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর বায়েজিদে টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ আগষ্ট) দুপুর সোয়া দুপুরে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার মুজিবর রহমান বায়েজিদ থানার বার্মা কলোনির শাহাদাত মঞ্জিলের মৃত নুরু রহমানের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে অভিযুক্ত মুজিবর রহমান টাকার লোভ দেখিয়ে ওই শিশুকে নিজ বাসায় নিয়ে যায়। পাশের রুমে থাকা নাজমুল নামে এক প্রতিবেশির চোখে পড়লে তিনি অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে এর আগেও যৌন নির্যাতনের অভিযোগ আছে।
বাংলাধারা/এফএস/এআই













