১০ নভেম্বর ২০২৫

বায়েজিদে ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশ। এসময় তাদের কাছ থেকে গ্রীল কার্টার, কিরিচ, রামদা, ধামা, কোরাবাড়ী, টর্চলাইটসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মে) রাত দেড়টার দিকে আরেফিন নগরের ড্রাম গেইট সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— আবুল কাসেম প্রকাশ সিরাজ (৪৫), মোজাম্মেল হক প্রকাশ রাসেল (৩২), মো. সবুজ প্রকাশ সাবু (৪৩), নজরুল ইসলাম প্রকাশ নুরু (৪৭), মো. আলমগীর (৫২), মো. আবু তাহের (৬৫), মনির আহম্মদ (৪০), মো. মামুন প্রকাশ নাহিদ (৩০), মো. সিরাজ মাঝি (৫৭) ও মো. সুজন হোসেন (২৫)।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শাহাদত হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা ও থানায় ডাকাতি, চুরি, অস্ত্র, মাদক, খুনসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা আছে।

আরও পড়ুন