বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর বায়েজিদে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ দীর্ঘসময় অভিযান পরিচালনা করে মো. মুরাদ হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ আগস্ট) ভোর সোয়া চারটার সময় বায়েজিদ থানা পুলিশের অভিযানে ফৌজি ফ্লাওয়ার মিল সংলগ্ন পাহাড় থেকে গ্রেফতার হয় সে।
গ্রেপ্তার মো. মুরাদ হোসেন (৩৩) বায়েজিদ থানার কুলগাঁও মাইজপাড়া আলী আহম্মদের বাড়ির মো. সাবের আহম্মদের ছেলে।
বায়েজিদ থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী ওই পোশাক শ্রমিক বালুচড়া এলাকার একটি কারখানায় কাজ শেষ করে রাত ১১ টার দিকে ইরফান নামে এক সহকর্মীর সাথে বাসা খুঁজতে জালালবাদ এলাকায় যায়। রেললাইন ধরে বাসায় ফেরার সময়
গ্রেফতারকৃত মুরাদসহ কয়েকজন তাদের পথরোধ করে ইরফানকে মারধর করে। একপর্যায়ে ওই তরুণীকে টেনে নিয়ে পাশের পাহাড়ের আড়ালে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ইরফানের সহযোগিতায় ঘটনাস্থলে পুলিশ এলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। এরপর পুরো রাত অভিযান পরিচালনা করে ফৌজি ফ্লাওয়ার মিল সংলগ্ন পাহাড় থেকে মুরাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বায়েজিদ থানার ওসি বলেন, তার বিরুদ্ধে এর আগেও ছিনতাই, নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













