বাংলাধারা প্রতিবেদন »
দুঃখজনক। যতটুকু দেখেছি তাতে প্রমাণ হয়েছে এ রাস্তা তৈরিতে নকশা মানা হয়নি। যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়া সম্ভব নয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড় কেটে নির্মিত নগরীর বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক পরিদর্শনে এসে এ মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
মন্ত্রী বলেন, রাস্তাটি পরিকল্পনা অনুযায়ী করলে যানমালের কোনো ক্ষতি হতো না। পাহাড়ে স্লোপ রাখার প্রয়োজন আছে বলেই নকশাতে তা রাখা হয়েছে। কিন্তু পাহাড় কাটার সময় স্লোপ রাখা হয়নি।
তিনি আরও বলেন, যেভাবে পাহাড় কাটা হচ্ছে সেটা যে করেই হোক আমাদের বন্ধ করতে হবে। এজন্য সচেতনতা দরকার, যা গণমাধ্যম তুলে ধরবে।
প্রসঙ্গত, বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত সড়ক নির্মাণে অনুমোদনের প্রকল্পটি ১৯৯৭ সালে প্রথম গ্রহণ করা হয় সেসময় প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৩৩ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। যার ব্যয় বাড়িয়ে ধরা হয় ৩২০ কোটি টাকা।পরবর্তীতে ২০১৬ সালের ২২ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয় এ প্রকল্প।
পাহাড় কাটার স্থান পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহম্মদ।
বাংলাধারা/এফএস/টিএম